প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল এক সাংসদের৷ শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ বিহারের আরারিয়া জেলার এই ঘটনায় সর্বত্র হাসির রোল৷ এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখছিলেন আরজেডি-র রাজ্যসভার সাংসদ আশফাক করিম৷ গরমাগরম ভাষণ দিয়ে মোদিকে তুলোধোনা করবেন বলে সবে দু-চারটে কথা বলা শুরু করেছেন, ঠিক এমন সময় ঘটল বিপর্যয়৷ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তাঁর কোমর থেকে খুলে যায় প্যান্ট৷ যদিও তড়িঘড়ি গোড়ালি থেকে প্যান্ট টেনে তুলে ফের ভাষণ শুরু করেন করিম৷ তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে৷ সেখানে উপস্থিতি সংবাদমাধ্যম ও অন্যান্যদের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে যায়৷ জনতার মাঝেও ওঠে হাসির রোল৷
সিএএ আইন কতটা বৈষম্যমূলক তারই ব্যাখ্যা দিচ্ছিলেন করিম মঞ্চে দাঁড়িয়ে। এই আইনের মাধ্যমে মোদি সরকার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত প্রত্যেককে নাগরিকত্ব দেবে, তবে বাদ যাবেন মুসলিমরা। এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলার সময় ঘটে যায় ওই মজার ঘটনাটি। তাঁর পরনের প্যান্টটি খুলে গেলেও বক্তৃতা থামাননি করিম। নিজেই নীচু হয়ে প্যান্ট তুলে নেন এবং পাশের একজন দলীয় কর্মী তাঁকে সহায়তা করে। হাত দিয়ে কর্মীকে ইশারা করেন করিম।
ভিডিওটি বিজেপি নেতা তথা দিল্লি নির্বাচনের অন্যতম প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা ট্যুইট করেন। সেই সঙ্গে বাগ্গা কটাক্ষ করেন, এই ঘটনার জন্যও বোধহয় মোদিকে দায়ী করা হতে পারে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        






























































































































