ট্রেনের কামরায় ধর্ষিত হয়েছে মহিলা। ওই কামড়ায় অকথ্য অত্যাচার চলছে যুবতীর উপর। ঠিক সেই সময় জওয়ানরা টহল দিতে ওঠে সেই কামরায়। সেই অবস্থায় যুবতীকে দেখেন তাঁরা। এবং সেখান থেকে উদ্ধার করে যুবতীকে। সেখান থেকে এক ধর্ষককে পাকড়াও করার সময় আর একজন পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সেও গ্রেফতার হয়। এরপর ধর্ষিতাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, ২২ বছরের ধর্ষিতা যুবতী আক্রান্ত এইডস-এ। ধর্ষকদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, জেল হেফাজতের ভয় রয়েছে দুজনের মধ্যেই। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মেডিকেল টেস্ট হবে।
চাইতি মহলার বাসিন্দা বীরেন্দ্র প্রকাশ সিং ও দীপক সিংকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধর্ষকদের বয়স ৩০ বছরের আশাপাশে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৪ ও ৬৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গয়ার অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি সেন্টারে এইডসের চিকিৎসা চলছিল যুবতীর। রুটিন টেস্ট করাতেই পাটনা-ভাবুয়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে গয়া যাচ্ছিলেন তিনি। কয়েক বছর আগেই স্বামীকে হারিয়েছেন ওই যুবতী। বিহারের কাইমুর জেলার বাসিন্দা তিনি। নির্যাতিতা জানিয়েছেন, যে কামরায় উঠেছিলেন তিনি সেটা প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগ নিয়ে দুই যুবক তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। এরপর মুখ খুললে তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সময় অপর একজন ধর্ষক ওই ঘটনার ভিডিও করেছে।































































































































