CAA: 29 জানুয়ারি ভারত বনধের ডাক

0
4

দিল্লির শাহিনবাগের বিক্ষোভকারীরা এবার ভারত বনধের ডাক দিলেন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগামী 29 জানুয়ারি ভারত বনধ ডাকা হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সম্পাদক মৌলানা সাজ্জাদ নোমানি। দিল্লির রাস্তা আটকে মাসধিককাল ধরে চলা শাহিনবাগের বিক্ষোভের পর প্রতিবাদকারীদের হাতিয়ার এবার ধর্মঘট। যদিও প্রতিবাদকারী সবকটি সংগঠন এই ধর্মঘটকে সমর্থন করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এমাসেই একই ইস্যুতে বাম-কংগ্রেস ধর্মঘট ডেকেছিল। যেখানে শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদের সঙ্গে নাগরিকত্ব আইনের বাতিলের দাবি ওঠে।