বিয়ের আসরেই বরের গান, নতুন বৌয়ের কী প্রতিক্রিয়া?

0
8

বিয়ের আসরে বা বাসরে গানবাজনার রীতি বহু প্রাচীন। সারাদেশ জুড়েই এই রীতি প্রচলিত। বর-কনে তাতে সরাসরি অংশগ্রহণ না করলেও, উপভোগ করেন। কিন্তু এ বিয়ের আসরে পারফর্মার খোদ বর। সিঁদুর দানের পরেই বিয়ের মঞ্চে একেবারে গিটার বাজিয়ে গান গাইলেন তিনি। আর তাঁর সেই পারফরমেন্সে ফিদা নতুন বৌ। গান গাইবেন বলে প্রস্তুত হয়েই গিয়েছিলেন বর। বাদ্যযন্ত্রে সঙ্গতে ছিলেন তাঁর বন্ধুরা।

স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর তার কমান্টে রঙ্গ-রসিকতাও কম হয়নি। কেউ প্রশ্ন তুলেছেন, এই গান কতদিন থাকবে? কারও মতে, এখন গাইছেন, পরে কী হবে কে জানে! তবে, বিয়ে করে নতুন বরের এই আনন্দ দেখে বৌ কিন্তু ভারি খুশি। সেটা তাঁর হাসিতেই প্রমাণ।

আরও পড়ুন-বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের