ঝুলনের সঙ্গে অনুশীলন করে স্বপ্ন পূরণ রিচার

0
4

সাত বছর আগে ভারতের স্পিড স্টার ঝুলন গোস্বামী শিলিগুড়ির এক ক্যাম্পে বছর আটেকের মেয়েটিকে স্পট করেছিলেন। আর আজ সেই মেয়েটিই ভারতীয় দলে ডাক পেয়েছে, পরশু উড়ে যাবে অস্ট্রেলিয়া। যাওয়ার আগে আবদার ছিল ঝুলনদিদির সঙ্গে অনুশীলন। সেই আব্দার মেটালেন ঝুলন। সল্টলেকের যাদবপুর ইউনিভার্সিটির মাঠে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন অনুশীলন করলেন রিচার সঙ্গে। বোঝালেন অস্ট্রেলিয়ার বাউন্স মোকাবিলাই আসল পরীক্ষা। রিচা বিগ হিটার। আর তাই বিশ্বকাপে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্পিনারদের খেলায় জড়তা আছে। সেটা শুধরে দেন ঝুলন। আর বললেন, স্মৃতি মান্ধানা, হরমোহনপ্রীতদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা উপভোগ করতে। ২৩জানুয়ারি অস্ট্রেলিয়া উড়ে যাবেন রিচা।