কলকাতা পুরসভার ওয়েবসাইট www.kmcgov.in হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 2010 এর তথ্য ওয়েবসাইটে আপলোড এর অভিযোগ করেছেন পুরসভার আধিকারিকরা। পুরসভা সূত্রে দানা গিয়েছে সাইট হ্যাক করে এনপিআর সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কিসের জন্য কোন উদ্দেশে ওয়েবসাইট হ্যাক করে ওই তথ্য আপলোড করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।































































































































