‘পরীক্ষা পে চর্চা’- মোদির বক্তব্যে ২০০১-এর ইডেন টেস্ট প্রসঙ্গ

0
3

দিল্লিতে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে সোমবার এই বছরের বোর্ড পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়া।উদাহরণ হিসাবে বিভিন্ন প্রসঙ্গ টেনে আনেন তিনি। এভাবেই তাঁর বক্তব্যে উঠে আসে
২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক ইডেন টেস্ট প্রসঙ্গ।
তিনি স্মরণ করিয়ে দেন, আমাদের দল বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং দলের মনোবল তলানিতে এসে ঠেকেছিল। তবে, আমরা কখনওই ভুলতে পারিনি যে কীভাবে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন। তাদের দৌলতে হারা ম্যাচ আমরা জিতেছিলাম।ইতিবাচক চিন্তাভাবনা এবং প্রেরণার শক্তি ছিল বলেই তাঁরা এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন বলে তিনি মন্তব্য করেন।