কেরালা ও পাঞ্জাবের পর এবার বাংলা৷
নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA- র বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করানোর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের সরকারও যাতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেন সেই আবেদন করেছেন তিনি। একইসঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সজাগ করে তিনি বলেছেন, NPR নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা যেন ভালো করে পড়ে নেন। বিরোধী দলগুলির সম্মতিতে এই বিষয়ে বৈঠকও করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কেরল-ই প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করায়৷ এর পর, কয়েকদিন আগে পাঞ্জাবেও এই প্রস্তাব পাশ হয়েছে৷ কেরল সরকার নাগরিকত্ব আইনের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছে।






























































































































