‘নাবালক’ দাবি করা এক নির্ভয়া-ধর্ষকের আর্জির সুপ্রিম কোর্টে শুনানি আজ

0
5

সুপ্রিম কোর্টে আজ, সোমবার নির্ভয়া গণধর্ষণ মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনের শুনানি হতে চলেছে৷ দিল্লির ওই ধর্ষণকাণ্ডের সময় সে নাবালক ছিল, তাই তার সাজা লাঘব করা হোক, মূলত এই দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পবন৷ সুপ্রিম কোর্টে পবন গুপ্তার হয়ে স্পেশাল লিভ পিটিশন বা SLP দায়ের করা হয়েছে৷

নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে নির্ভয়া কাণ্ডের অন্যতম এই সাজাপ্রাপ্তের দাবি, মামলা চলাকালীন তার নাবালক হওয়ার বিষয়টি উপেক্ষা করেছে দিল্লি আদালত। গত বছর একই দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পবন গুপ্তা৷ সেখানে তার দাবি খারিজ হয়ে যায়। এরপর গত ১৭ জানুয়ারি শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে ফের আবেদন করেছে পবন৷ দাখিল করা তথ্যে দাবি করা হয়েছে, তাঁর স্কুলের রেকর্ড অনুসারে পবন গুপ্তার জন্ম তারিখ ৮ অক্টোবর, ১৯৯৬, কিন্তু দিল্লি হাইকোর্ট এই বিষয়টিকে উপেক্ষা করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী এ পি সিং। বিচারপতি আর ভানুমাথির নেতৃত্বে এবং বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এএস বোপান্নার সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে।

এদিকে, গত শুক্রবার নির্ভয়া মামলায় ৪ সাজাপ্রাপ্তের বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় দিল্লির তিহার জেলে ওই ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।