জেল থেকে সমর্থন আন্দোলনরত জেএনইউ ছাত্রছাত্রীদের। মুখ বেঁধে বহিরাগতদের হামলা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের ভূমিকা, এসবের তীব্র বিরোধিতা করেছেন তাঁরা। অর্থাৎ মেদিনীপুর জেলে মাওবাদী অভিযোগে বন্দিরা। লিখিতভাবে তাঁরা বক্তব্য জানিয়েছেন। সূত্রের খবর , তাঁরা জেল সুপারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি পেশ করতে চেয়েছেন, হস্তক্ষেপ চেয়েছেন। এই রাজনৈতিক বন্দিদের মধ্যে রয়েছেন মধুসূদন মন্ডল( নারায়ণ), দীনেশ ওয়াংখেড়ে সহ একঝাঁক নকশালপন্থী। এঁরা প্রত্যেকেই সেলে বন্দি থাকেন। সূত্রের খবর, নিজেরা বৈঠক করেই এই বক্তব্যের বয়ান তৈরি করেছেন তাঁরা। বয়ানে সাম্প্রতিক একাধিক ঘটনার উল্লেখ রয়েছে।
আরও পড়ুন-৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী, CAA-র বিরুদ্ধে পদযাত্রা, নেতাজি-স্মরণ































































































































