গ্ল্যামগার্ল দীপিকা কীভাবে ‘ছপাক’-এর মালতী হয়ে উঠলেন নেটিজেনদের জন্য প্রকাশিত হল একটি ভিডিও। ‘ছপাক’-এ দীপিকা অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন।

একজন অ্যাসিড আক্রান্তের মত নিজের চেহারা গড়ে তুলতে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল দীপিকাকে। ‘ছপক’-এর প্রস্থেটিক মেকআপ যিনি করেছেন তিনি হলে খ্যাতনামা মেকআপ শিল্পী ক্লোভার উটন। তিনি তাঁর হাতের জাদুতে বদলে দিয়েছেন দীপিকার চেহারা। তবে প্রস্থেটিক মেকআপের জন্য বেশ কয়েকটা ধাপ রয়েছে। পরিচালকের কথায়, ”আমি সব সময় চেয়েছি (ভগবান না করুন) দীপিকার সঙ্গে যদি এধরনের ঘটনা ঘটতো, তাহলে ওকে ঠিক যেমন লাগত, তেমনই ওকে লাগুক।”
দেখুন ‘ছপাক’-এর মেকাপের ভিডিও…




























































































































