আমেরিকার সঙ্গীদের চাকরবাকর বলে ব্যঙ্গ খামেইনির, শুনে চটলেন ট্রাম্প

0
3

আমেরিকার সঙ্গীসাথীরা আসলে চাকরবাকর। ওদের কথার কী গুরুত্ব? আমেরিকার তালে তাল দেওয়াই তো ওদের কাজ। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে এই ভাষাতেই তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি। ইরানি নেতার মুখে এই ব্যঙ্গ শুনে বেদম চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কথাবার্তায় আরও সংযত থাকা উচিত খামেইনির।

ইরানকে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি মেনে চলার আবেদন জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এই আর্জিতে বিন্দুমাত্র আমল না দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি বলেন, এই দেশগুলো আমেরিকার চাকর। আমেরিকা যা করতে বলে তাই করে। আমেরিকার সেবা করাই ওদের কাজ। আর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, কথাবার্তায় সংযম দরকার খামেইনির। তিনি ইউরোপ ও আমেরিকাকে নিয়ে খুবই বাজে কথা বলছেন। এসব ছেড়ে ইরানের বেহাল অর্থনীতির দিকে মন দেওয়া উচিত তাঁর।

আরও পড়ুন-CAA ইস্যুতে সোনিয়ার ডাকা বৈঠকে যায়নি মমতার প্রতিনিধি, উত্তরে চিদম্বরম কী বললেন?