এটিএম জালিয়াতিতে জড়াল মহানগরের পরিচিত রেস্তোরাঁর নাম

0
6

এটিএম প্রতারণার তদন্ত যতই এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শিয়ালদহ স্টেশন থেকে গয়াগ্যাঙের ধরা পড়ার পরে, এবার উঠে আসছে নামী রেস্তোরাঁর যোগও। এটিএম প্রতারণার তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার সেল জানতে পেরেছে, কলকাতার নামী রেস্তোরাঁর ওয়েটারদের থেকে টাকার বিনিময়ে এটিএম বা ক্রেডিট কার্ডের ক্লোন করে নিতেন প্রতারকরা। রেস্তোরাঁর কর্মীর কাছে থাকত স্কিমার মেশিন। গ্রাহকদের কার্ড হাতে নিয়ে চোখের আড়ালে গিয়ে নিমেষে তথ্য হাতিয়ে নিতেন ওই ওয়াটাররা। পরে, সেই কার্ডের নম্বর টাকার বিনিময় বিক্রি দিতেন জালিয়াত চক্রের কাছে। সেই তথ্য থেকে কার্ড ক্লোন করে নিয়ে টাকা হাতিয়ে নেওয়া হত।

এদিকে, শিয়ালদহ স্টেশন থেকে ধৃত দুই জালিয়াত মুদাস্সর খান ও ইরফানউদ্দিন এখন পুলিশ হেফাজতে রয়েছেন। গত আটমাস ধরেই এটিএম জালিয়াতি চালাচ্ছিলেন তাঁরা। পুলিশ সুত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছেন, কলকাতা, মুম্বই, হায়দরাবাদের জাল ছড়িয়েছেন তাঁরা। প্রায় ১০ লক্ষ টাকা গায়েব করেছেন ওই দুই ‘গুণধর’। পাশাপাশি, ওয়েটারদেরও দেওয়া হয়েছে মোটা টাকার কমিশন।

আরও পড়ুন-একসময়ের সবচেয়ে খুদে মানুষের জীবনাবসান