নির্লজ্জ কংগ্রেস দিল্লি ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল নির্ভয়ার মাকে!

0
5

দিল্লির রাজপথে 2012-এর ডিসেম্বরে নির্ভয়া যখন গণধর্ষিতা হন, তখন কেন্দ্রে এবং দিল্লিতে সরকার ছিল কংগ্রেসের আর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। আর সাত বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পরও নির্ভয়ার মা আশাদেবী যখন মৃত মেয়ের প্রতি সুবিচারের দাবিতে বিচারব্যবস্থা আর প্রশাসনের দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত, তখন তাঁকে ব্যবহার করে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা! সৌজন্যে, জাতীয় কংগ্রেস। এবারের দিল্লি বিধানসভা ভোটে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কংগ্রেস ভোটে নজর কাড়তে এই চেষ্টা শুরু করেছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

এদিন কংগ্রেস নেতা কীর্তি আজাদের ট্যুইটারে বিষয়টি প্রকাশ্যে আসে। কীর্তি বলেছেন, মা তুঝে সালাম। মেয়ের বিচারের জন্য যিনি সাত বছর ধরে লড়ছেন তিনি রাজনীতিতে এলে স্বাগত। পরে দিল্লির একাধিক নেতাও বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে সাংবাদিকদের বলেন, অপেক্ষা করে দেখুন কী হতে চলেছে।

পরে এই বিষয়টি নিয়ে নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, মেয়ের খুনী-ধর্ষকদের ফাঁসির সাজা ছাড়া অন্য কিছু ভাবতেই চান না। কংগ্রেস বা অন্য কোনও দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব আসেনি জানিয়ে তিনি বলেন, আমিও মিডিয়ায় শুনছি। রাজনীতিতে আসার প্রশ্নই নেই।