রাজকোটের উইকেটে রান আছে। এটা অজানা ছিল না। কিন্তু ভারত কেমন খেলে, সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। ভারত করল ৩৪০/৬। অস্ট্রেলিয়ার দরকার ৩৪১। রোহিত আর ধাওয়ান শুরু করেছিলেন যথাযথ ভাবে। কিন্তু রোহিত এদিন হাত খোলার আগেই জাম্পার বলে ফিরে গেলেন। স্কোরবোর্ডে তখন রোহিত ৪২। রাহুলকে সরিয়ে নামলেন অধিনায়ক। গড়ে উঠল মজবুত জুটি। দুর্ভাগ্য ধাওয়ানের ৪রানের জন্য সেঞ্চুরি পেলেন না। মাঝে শ্রেয়সকে নামিয়ে স্কোরের গতিবেগ বাড়ানোর চেষ্টা হলেও এদিন শ্রেয়স পারলেন না। ১৭ বল খেলে রান করলেন মাত্র ৭। রাহুল কোহলি জুটি যখন জমিয়ে বসেছে, ঠিক তখনই মিচেল স্টার্কের হাতে জমা দিয়ে ৭৮(৭৬) রানে ফিরলেন অধিনায়ক। আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে ৬বার কোহলিকে আউট করলেন জাম্পা। বাকিটুকু সবটাই রাহুলের। ৬x৪, ৩x৬ দিয়ে রাহুল করলেন ৫২ বলে ৮২। জাদেজা ২০। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে এই রান সম্ভব। কিন্তু সবটাই নির্ভর করছে শামি, বুমরারা কেমন বল করছেন তার উপর।






























































































































