নির্ভয়া গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ সিং-এর প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে এই আবেদনটি রাষ্ট্রপতির কাছে যায়। নির্ভয়াকাণ্ডের দুই দোষী মুকেশ ও বিনয় কদিন আগে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়েছিল। এর আগে চার ধর্ষকের ফাঁসির দিন ঠিক হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু মুকেশ রাষ্ট্রপতির ক্ষমাভিক্ষা চেয়ে চিঠি পাঠানোয় ওইদিনে ফাঁসি হবে না। কারণ নিয়মমত, ফাঁসির ক্ষমাপ্রার্থনার পিটিশন জমা পড়লে ১৪ দিন সময় আসামীর প্রাপ্য। এখন পরবর্তী কোন দিন সাজা কার্যকর করার জন্য নির্ধারিত হয় সেটাই দেখার।
আরও পড়ুন-মোদি সরকারের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টাটা





























































































































