ফের খবরে রাজ্যপাল। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন। এদিন রাজ্যপাল মোদিকে নিয়ে বলেন, “উনি সাধারণ জীবন যাপন করতেই ভালোবাসেন। প্রধানমন্ত্রী উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তি। সকলের উচিত ওনার মতো সাধারণ জীবন যাপন করা।’
আর রাজ্যপালের এই মন্তব্যে আরও একবার বিতর্কের ঝড় উঠেছে বিরোধীরা মহলে। অনেকের মতে, রাজ্যপালের এহেন মন্তব্য মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
অন্যদিকে, এদিন বিশ্বভারতীর ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেন রাজ্যপাল। বলেন, “আমি কোনও হিংসা সমর্থন করি না। পশ্চিমবঙ্গ হিংসার যে ইমেজ তৈরি করেছে তা বদলানো দরকার”।
আরও পড়ুন-বিজেপি পাগলের দল, দিলীপ ঘোষ জোকার! কটাক্ষ খাদ্যমন্ত্রীর






























































































































