কার্যত বিদায়ের প্রস্তুতি নিচ্ছে শীত। দিনের বেলা উধাও হবে শীত, লাগবে গরম। সকাল আর সন্ধ্যেতে হালকা শীতের আমেজ অবশ্য আরও কিছুদিন থাকবে। বৃহস্পতিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
এদিন হাওয়া অফিসের তরফে আরও জানান হয়, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলবে শুক্র ও শনিবার। রবিবার বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হবে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনার সম্ভবনা আছে। তবে সেই বৃষ্টি খুবই হালকা ।
পাশাপাশি, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন-বিজেপি পাগলের দল, দিলীপ ঘোষ জোকার! কটাক্ষ খাদ্যমন্ত্রীর





























































































































