সাতসকালেই দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেসের আটটি কামরা। এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। যাদের মধ্যে মহিলা ও শিশুরাও আছে।
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে কটকের কাছে সারাগাঁওয়ে। ঘটনায় যে সকল যাত্রী জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভোরে ঘন কুয়াশার জেরে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মারে এক্সপ্রেসটি। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন। শুরু হয়েছে তদন্ত। চলছে উদ্ধার কাজ।
































































































































