এ শুধু জওয়ানদের পক্ষেই সম্ভব। পুরু বরফের ভেঙে চড়াই-উতরাই পথ পেরিয়ে জনা ৪০ জওয়ান আপাদমস্তক কম্বল মুড়ি দেওয়া এক মহিলাকে কাঁধে চাপিয়ে চলেছেন হাসপাতালের উদ্দেশে। কারণ, প্রসব যন্ত্রণায় ছটফট করছেন মহিলা। প্রায় ৪ ঘণ্টার পথ পাড়ি দিয়ে মহিলাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন জওয়ানরা। তুষারধসে বিধ্বস্ত কাশ্মীরের এই ঘটনা ফের দেশের জওয়ানদের দায়িত্ব ও কর্মদক্ষতার দৃষ্টান্ত হয়ে থাকল। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মা।
জানা গিয়েছে, সকালে প্রসব যন্ত্রণা ওঠে শামিমা নামে এক কাশ্মীরি মহিলার। বেশিরভাগ হাসপাতাল বন্ধ, অ্যাম্বুলেন্সও অমিল। এমন অবস্থায় প্রসূতীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন ৪০ চিনার কোরের জওয়ানরা। গদি, কম্বল দিয়ে স্ট্রেচার বানিয়ে তাতে চাপিয়ে যুবতীকে নিয়ে তুষারপথ পেরিয়ে তারা পৌঁছান হাসপাতালে।বিরূপ আবহাওয়া, বিপদের ঝুঁকি, তুষারধসের আশঙ্কা— কোনও কিছুকেই তোয়াক্কা করেননি জওয়ানরা।































































































































