সুপ্রিম কোর্টের ভর্ৎসনা পরে অবশেষে আংশিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হল উপত্যাকায়। কিন্তু এখনও ব্যবহার করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া। বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রতিষ্ঠানে টুজি স্পিডে চালু হয়েছে ইন্টারনেট। তবে, এখানে গৃহস্থ বাড়িতে মেলেনি যোগাযোগ।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে, ফোন, ইন্টারনেট সব পরিষেবাই বন্ধ করে দেওয়া হয়। পাঁচমাস পরে গত বছর অক্টোবরে পোস্টপেড ফোনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও, চালু হয়নি ইন্টারনেট। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট ইন্টারনেটকে জরুরি পরিষেবার অঙ্গ বলে সেই অধিকার উপত্যাকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া ব্যবস্থা করতে বলে।
সেই মতো, ইন্টারনেট চালু হলেও, সোশ্যাল মিডিয়ায় মত বিনিময় রুখতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে প্রশাসন। এমনকী, সাধারণ বাড়িতেও ফেরানো হয়নি ইন্টারনেট পরিষেবা। শুরুমাত্র সরকারি ওয়েবসাইট ও ই-ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবাগুলিই এখন পাওয়া যাবে। খোলা যাবে সরকারি পরিষেবার ওয়েবসাইট।
দিন দুয়েক পরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা, বন্দিপোরা আর বারামুলাতেও ইন্টারনেট ফেরানো হবে বলে সূত্রের খবর। তারপরে, পরিষেবা মিলবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, অনন্তনাগ, শোপিয়ান আর কুলগামে। এক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানোর বিষয়ে রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































