“ধৃত DSP দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হতো, তা হলে কী হতো? কেন্দ্র চুপ থাকতো? RSS- বিজেপি এভাবে এড়িয়ে যেতো?”
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি সরাসরি বড় প্রশ্ন তুলে দিয়েছেন৷ তিনি বলেছেন, “এত বড় মাপের একজন পুলিশ অফিসার গ্রেফতার হওয়ার পর পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত”৷
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি মঙ্গলবার বলেন, “জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার দেবেন্দ্র সিং না হয়ে যদি ‘দেবেন্দ্র খান’ হতো তা হলে RSS-এর ট্রল রেজিমেন্টের আক্রমণ তো তীব্র হত। কিন্তু সবাই এখন চুপ৷
অধীর প্রশ্ন তোলেন, “পুলওয়ামা হামলার পিছনে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে কি না, তার তদন্ত দরকার”। কংগ্রেসের সংসদীয় নেতা ট্যুইটারে লিখেছেন, “দেবেন্দ্র সিংহ যদি দেবেন্দ্র খান হতো তবে RSS- এর ট্রল রেজিমেন্টের প্রতিক্রিয়া আরও তীব্র হতো। আমাদের দেশের শত্রুদের বর্ণ, জাতি এবং ধর্ম নির্বিশেষে নিন্দা করা উচিত”। তিনি আরও একটি ট্যুইটে লিখেছেন, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের জঙ্গি যোগ নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। তাঁর কথায়, “এখন নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে এই সাংঘাতিক পুলওয়ামার ঘটনার পিছনে প্রকৃত অপরাধীরা কারা ছিল, এ সম্পর্কে নতুন করে নজর দেওয়া দরকার”।


প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর হাইওয়েতে একটি গাড়ি থেকে জঙ্গিদের সঙ্গেই গ্রেফতার করা হয় জম্মু-কাশ্মীর পুলিশের DSP দেবেন্দ্র সিং-কে।






























































































































