ডার্বির আগে বাগানের মান বাঁচালেন শুভ

0
4

সামনেই ডার্বি ম্যাচ। তার আগে পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচে কোনওরকমে মান বাঁচল বাগানের। হারতে হারতে শেষ মুহূর্তে ড্র। সৌজন্যে শুভ ঘোষ। লুধিয়ানার এই ম্যাচে শুরুর ২০মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে মোহনবাগান। গোল করলেন বাগানের প্রাক্তন ঘোড়া ডিপান্ডা ডিকা। বিরতির পর মরিয়া চেষ্টা শুরু গোল শোধের। ভিকুনা নামান কোমরনকে। কিন্তু আর এক পরিবর্ত হিসাবে দলের মান বাঁচালেন শুভ। খেলা শেষের মিনিট দুই আগে। ১-১। ৭ম্যাচে ১১পয়েন্ট পেয়ে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল বাগান।