কিউরেটিভ পিটিশন খারিজ, বিনয়-মুকেশের ফাঁসির সাজা বহাল

0
3

নির্ভয়াকাণ্ডে ২ ফাঁসির আসামীর আর্জি খারিজ করল শীর্ষ আদালত। মৃত্যদণ্ডের বিরুদ্ধে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল ২ সাজাপ্রাপ্ত।

৭ বছর আগে দিল্লির প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ ও মুমূর্ষ অবস্থায় ছুড়ে ফেলার দায়ে ৪জনকে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত। দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রাখে। রায় পুনর্বিবেচনার আর্জিও খারিজ হয় শীর্ষ আদালতে। শেষে পাতিয়ালা হাউস কোর্ট ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে আসামীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দেয়। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের ১৪দিন বিকল্প আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতিও দিয়েছিল।

এরপরই ২ সাজাপ্রাপ্ত বিনয় শর্মা ও মুকেশ সিং সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে। সেই আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরফলে, ২২ তারিখ সকাল ৭টায় নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত ৪ আসামীর ফাঁসিতে আর কোনও বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। তবে এরপরেও রাষ্ট্রপতির কাছে ‘মার্সি-পিটিশন’ করতে পারে প্রাণদণ্ডে দণ্ডিতরা৷ এটাই সর্বশেষ এবং একমাত্র পথ খোলা আছে তাদের কাছে৷

আরও পড়ুন-রাজ্যপালকে আরও চাপে ফেলে গঠিত হল পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ