কিছু না কিছু নিয়ে প্রায় রোজই লেগে আছে রাজ্য রাজ্যপাল সংঘাত। আর প্রত্যেকদিন কোথাও না কোথাও তিনি যাচ্ছেন সেখানে গিয়ে কোনও কথা বলছেন আর সেটা নিয়েও হচ্ছে ট্রোল। কয়েকদিন ধরেই তিনি ডাকছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু মুখ্যমন্ত্রী ওনার ডাকে সাড়া দিচ্ছেন না। এমনকী রাজ্যপাল তথা আচার্য গতকাল উপাচার্যদের ডেকে ছিলেন রাজভবনে একটি বৈঠকের জন্য। কিন্তু সময় বয়ে গেলেও কোনও উপাচার্যই তাঁর ডাকে সাড়াও দেননি এবং আসেননি কেউই। তাঁকে নিয়ে শুধুমাত্র রাজনৈতিক মহলে জল্পনা চলছে তাই নয়, গোটা সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছেও ক্রমশ হাসির খোরাক হয়ে চলেছেন তিনি।
একটা সময় আমরা সবাই ‘শক্তিমান’ দেখতাম। আবার অনেকেরই প্রিয় ছিল ‘শক্তিমান’। ‘শক্তিমান’-এর ভূমিকায় অভিনয় করতেন মুকেশ খান্না। এখনতো স্মার্টফোনের যুগ। এই ফোনেই রয়েছে একাধিক ফিচার। রয়েছে ফটোশপও। এই ফটোশপের কারসাজিতে বদলে যেতে পারে আমার আপনার মুখ। এবার ঠিক এমনটাই হয়েছে রাজ্যপালের সঙ্গে। শক্তিমান-এর মাথার যায়গায় বসানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখ। এবং ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে ‘আমি আচার্য অথচ আমার ডাকে কোনো উপাচার্য এলো না!’ ছবিটির মধ্যে লেখা হয়েছে ‘OPOMAN’।

আরও পড়ুন-‘জতুগৃহ’ রাজধানীতে ফের অগ্নিকাণ্ড






























































































































