অশনি সংকেত !
CAA নিয়ে যাবতীয় বিক্ষোভ, প্রতিবাদ হেলায় উড়িয়ে উত্তর প্রদেশ সরকার ৩২ হাজার মানুষকে ইতিমধ্যেই
চিহ্নিত করে ফেলেছে৷ এই বিশাল সংখ্যক মানুষ নাকি ভারতের নাগরিকত্ব চাইছেন৷ জানা গিয়েছে,
এখনও পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়ছে, তারা উত্তরপ্রদেশের পিলভিটের বাসিন্দা, এই জেলাটি উত্তরাখণ্ড সংলগ্ন এবং নেপাল সীমান্তবর্তী এলাকা।
মাত্র ৩ দিন আগে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনটি লাগু করা হয় এই রাজ্যে৷ আর মাত্র ৭২ ঘন্টাতেই ৩২ হাজার মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এনে, তাদের ভবিষ্যত কার্যত অনিশ্চিত করা হলো বলেই সংশ্লিষ্ট মহলের ধারনা৷
বিতর্কিত CAA নিয়ে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভের ঝড় উঠেছে যখন, তখনই CAA লাগু করেছে উত্তরপ্রদেশ সরকার । রাজ্যের ২১ জেলায় এখনও পর্যন্ত 32 হাজার মানুষকে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে বলে যোগী সরকার জানিয়েছে। তবে এই চিহ্নিতকরন ঠিক কোন পদ্ধতিতে হয়েছে তা জানানো হয়নি। উত্তরপ্রদেশ সরকারের এক শীর্ষ আমলা জানিয়েছেন “এই প্রক্রিয়া নিয়ে সরকার তাড়াহুড়ো করছে না। সবেমাত্র শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি যখন জারি হয়েছে, তখন প্রশাসনকে এগিয়ে যেতে হবেই”৷ তিনি জানিয়েছেন, “এই সংখ্যা অনেক বাড়বে। রাজ্যের সব জেলাশাসককে সমীক্ষা করতে বলা হয়েছে এবং বলা হয়েছে তালিকায় আরও নাম যোগ করতে”৷ উত্তর প্রদেশ সরকার এই তালিকা কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাচ্ছে।
ওদিকে সূত্রের খবর, উত্তর প্রদেশে বাংলাদেশ এবং তার আগে পূর্ব পাকিস্তান থেকে আসা ৩৭হাজার শরণার্থীর নামও ‘প্রাথমিক সমীক্ষায়’ তালিকাভুক্ত করা হয়েছে এবং তাঁদের নাম রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। সরকারি সূত্রের খবর, প্রাথমিক খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণেই নাকি এরা দেশ ছেড়ে এসেছিলেন৷
প্রসঙ্গত, CAA আইন কেন্দ্র করে দেশে সব থেকে বেশি হিংসা হয়েছে উত্তরপ্রদেশেই৷ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়। আহত হন ৩০০ জনেরও বেশী৷





























































































































