শীতের আমেজ এবার ধীরে ধীরে কমতে চলেছে। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। খুব বেশি হলে আর দুই থেকে তিনদিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে।
প্রথম ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে।আগামীকাল মঙ্গলবার কলকাতা তাপমাত্রা ১২ডিগ্রির আশেপাশে থাকবে। পরশুদিন বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বিশেষ করে রাতের ধীরে ধীরে বাড়তে থাকবে। নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই দক্ষিণবঙ্গের এই তাপমাত্রা খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন-বেলাগাম দিলীপ : বিরোধীরা ক্ষুব্ধ, অনুব্রত পাল্টা গুলি করার পক্ষে!





























































































































