‘ছপাক’ প্রভাব, চালু পেনশন

0
4

‘ছপাক’ প্রভাব। সৌজন্যে উত্তরাখণ্ড সরকার। অ্যাসিড আক্রান্তদের জন্য পেনশন ঘোষণা করল সরকার। তরুণী লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি এই ফিল্মে নির্যাতিতার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। উত্তরাখণ্ডের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী রেখা আর্য বলেন, সরকার অ্যাসিড আক্রান্তদের পেনশন দেবে। প্রতি মাসে ৭-১০হাজার টাকা দেওয়া হবে, যাতে সম্মানের সঙ্গে ভালো ভাবে জীবন কাটাতে পারেন তাঁরা। শীঘ্র ক্যাবিনেটে পাশ হবে।