পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়, ফিরহাদ হাকিম আর দিলীপ ঘোষ। এমন তিনজন যাঁরা প্রত্যেকদিন একে অন্যের বিরুদ্ধে বোমা না ফাটিয়ে কার্যত জলস্পর্শ করেন না। শুধু তাই নয়, একহাত দূরে রাহুল সিনহা, অর্জুন সিং এবং মুকুল রায়। উপলক্ষ্য কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো। অহি-নকুল দুই পক্ষ ফুল আর উত্তরীয় হাতে স্বাগত জানালেন। রাজ্যপালের সঙ্গে সাত সেকেন্ড, ফিরহাদের সঙ্গে কুড়ি সেকেন্ড আর দিলীপের সঙ্গে পনেরো সেকেন্ডের মতো। রাজ্যপাল দিলেন পিঙ্ক গোলাপ, ফিরহাদ দিলেন একই রঙের গোলাপ, সঙ্গে উত্তরীয়। দিলীপ পড়ালেন শুধু উত্তরীয়। ফিরহাদের সঙ্গে কথা বলার সময় মাঝখান থেকে ফুট নোট কাটলেন দিলীপ। মৃদু হাসি। কিন্তু অদ্ভুত নির্বিকল্প মুখে প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নামার সময় এয়ারপোর্টের কাছে চলে বামেদের বিক্ষোভ। আবার রেসকোর্সের বাইরে, ধর্মতলাতেও গো ব্যাক স্লোগান। তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে রাজভবনে ঢুকলেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল। মিনিট পনেরো আগেই রাজভবনে চলে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দুই মন্ত্রীর হাত ধরে পথচলা শুরু আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের






























































































































