সুপ্রিম কোর্টে ২ মৃত্যুদণ্ডপ্রাপ্তের আবেদনের শুনানি ১৪ জানুয়ারি

0
4

নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দু’জন মৃত্যু দণ্ডপ্রাপ্তের Curative Petition- এর শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী ১৪ জানুয়ারি। বিনয় শর্মা এবং মুকেশ নামে ওই দুই অপরাধীর রুজু করা ওই Curative Petition-এর শুনানি করবেন বিচারপতি এন ভি রমনা, বিচারপতি অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতি ও অশোক ভূষণের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ।

দিল্লির আদালত চার অপরাধীর নামেই মৃত্যু পরোয়ানা জারি করে জানিয়ে দিয়েছে, আগামী ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া হবে। এর পরই এই দুই সাজাপ্রাপ্ত শীর্ষ আদালতে “কিউরেটিভ- পিটিশন” দাখিল করে রায় পুণর্বিবেচনার আর্জি জানান৷

আরও পড়ুন-কুমারগঞ্জ কাণ্ডে মৃতার বাড়িতে লকেট