ইউক্রেনের বিমান হামলার দায় অবশেষে স্বীকার করল ইরান। একই সঙ্গে এটিকে ‘হিউম্যান এরর’ তকমা দিয়ে সাফাই দিয়েছে তেহরান। অনিচ্ছাকৃত ভুলেই ইউক্রেনের বিমানটিতে মিসাইল আঘাত করা হয়েছে। ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ।
বুধবার ভোরে, তেহরানে বিমান ভেঙে ১৭৬ জন যাত্রী ও বিমানকর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় প্রথম থেকেই ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলে আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশ। শনিবার ইরান জানান, বিমানটি শত্রুপক্ষের বলে ভুল করে সেনাবাহিনী। মানবিক ভ্রান্তিতে এই দুর্ঘটনা ঘটেছে। যার ভুলে হামলা, তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন-দিল্লির ভোটের আগে কেন বড় জাতীয় ইস্যুর অপেক্ষায় বিজেপি?




























































































































