পানিহাটির রাজা বিস্কুট কারখানা বন্ধ হল। কাজ হারালেন ২২০০ কর্মী। কর্তৃপক্ষের মতে একাংশের কর্মীর জন্যেই বন্ধ হল এটি। কর্মীরা উল্টো বলছে। নতুন করে খোলার চেষ্টা শুরু হতে পারে। কিন্তু অভ্যন্তরিন অসন্তোষের ফলে এমন একটি বিস্কুট কারখানা বন্ধ হওয়াও উদ্বেগের। কর্মীরা বিপাকে। একাংশের কর্মীরা কিছু নেতাকে দোষারোপ করছেন।
আরও পড়ুন-কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, বিক্ষোভ দেখাতে সকাল থেকেই তৈরি শহর





























































































































