গৌরী লঙ্কেশ হত্যার পাণ্ডা জালে

0
3

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে নয়া মোড়। হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মূল পাণ্ডার নাম রুশিকেশ দেবদিকার মুরলি। ঔরঙ্গাবাদ-এর বাসিন্দা। ঝাড়খণ্ডের কাতরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে নাম ভাঁড়িয়ে’ একটি পেট্রোল পাম্পে চাকরি করছিল। ২০১৭ সালের ৫সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। এই ঘটনার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে গেরুয়াবাদীদের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত নেমে পুলিশ ১৬জনকে গ্রেফতার করেছে।