নন্দন চত্বরে হঠাৎ উত্তেজনা

0
3

শুক্রবার দুপুরে নন্দন চত্বরে হঠাৎ উত্তেজনা। চত্বরে জড়ো হওয়া বিজেপি সমর্থকদের আটক করে বাইরে নিয়ে যাওয়া হয়। পুলিশের অভিযোগ, বিজেপি একটি মিছিল করার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া যায়নি, কারণ, ওই সময়ে আর একটি মিছিল ছিল এলাকায়। তাই আইন শৃঙখলার কারণে অনুমতি দেওয়া যায়নি। যদিও আটক হওয়া বিজেপি সমর্থকদের অভিযোগ, পুলিশ অনুমতি না দিলেও আমরা আদালতের অনুমতি চেয়েছি। মামলা চলছে। কিন্তু আমরা মোটেই নন্দন চত্বরে জড়ো হইনি। নন্দন চত্বরে জড়ো হওয়ার নামে আমাদের সঙ্গে অগণতান্ত্রিক ব্যবহার করা হলো। পুলিশের হিটলারি আচরণ। আটক করে সরিয়ে দেওয়া হলো।