পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র খিদিরপুরের রিমাউন্ট রোড। শুক্রবার, বেলা সাড়ে বারোটা নাগাদ দুটি বেসরকারি বাসের রেষারেষিতে মৃত্যু হয় এক পথচারীর। এরপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। তাদের লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ছোড়ে বলে অভিযোগ। পরে ডিসি বন্দরের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যায় দমকল বাহিনীও। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারি না থাকায় বারবার ওই অঞ্চলে পথ দুর্ঘটনা ঘটছে।