বুধবার ধর্মঘটে সামিল হওয়ার জন্য হাওড়ার 54 রুটের বাসের দশজন চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে ইউনিয়ন। তাদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। অভিযোগ করেছেন বালির প্রাক্তন বিধায়ক কণিকা গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ মালিকের পক্ষ নিয়ে তৃণমূল এসব করেছে। তৃণমূল শ্রমিক সংগঠন জানিয়েছে তারা শ্রমিক স্বার্থবিরোধী কোনো কাজ করে না।