নৈহাটি ও চুঁচুড়ায় বিষ্ফোরণের জন্য এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।তিনি অভিযোগ করেন, বাজি নয় বিস্ফোরণ।এর দায় রাজ্যকেই নিতে হবে। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে রাজ্য।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। দিন দুয়েক আগে কারখানা থেকে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিপত্তির সূত্রপাত। এই বাজি নিষ্ক্রিয় করছিল সিআইডির বোম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা ।এই কাজ করতে গিয়ে কেঁপে ওঠে নৈহাটির রামঘাট এলাকা। এমনকি গঙ্গার ওপাড়ে চুঁচুড়াতেও বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত. হয় একাধিক বাড়ি।ভেঙে পড়ে কাচের জানলা, দরজা। বিস্ফোরণের তীব্রতার জেরে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের দু’টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 
অপরিকল্পিতভাবে কীভাবে জনবহুল এলাকায় বাজি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট। বাজি নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে ১০০ বা ১৫০ মিটার দূরেই ছিল পুলিশের গাড়ি। বোমা নিষ্ক্রিয়করণের পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রাও। যদিও মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































