দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন খানাকুলের কিশোরপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি সহ চারজন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তমলুকের কাছে। একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি দীপঙ্কর বর, প্রসেনজিৎ দিগের, রাজকুমার পণ্ডিত, দিলীপ সামন্ত, শীতল মাজি ও আশিস সাঙ্কি। দীপঙ্কর বর নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাশ কাটাতে গিয়ে মাছের লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। সেই অবস্থায় গাড়িটিকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায় লরিটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে গিয়ে গেলে, সেখানে আরও একজন মারা যান। গুরুতর জখম অবস্থায় শীতল মাজি, আশিস সাঙ্কিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।





























































































































