ফাঁসির সাজা মাথায় নিয়ে রায় সংশোধনের আর্জি বিনয়ের

0
3

নির্ভয়া গণধর্ষণ কান্ড ও খুনের মামলায় কিউরেটিভ পিটিশন বা রায় সংশোধনের আর্জি দাখিল হল। ফাঁসির নির্দেশ হওয়া চারজনের মধ্যে অন্যতম বিনয় শর্মা এই আবেদন করেছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ইতিমধ্যেই চার দোষীকে ফাঁসির নির্দেশ দিয়েছে। ২২জানুয়ারি ফাঁসির দিন। তবে কিউরেটিভ পিটিশনের জেরে ফের মামলা গড়াল কোর্টে।