প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময় বামেদের ‘মোদি গো-ব্যাক স্লোগান’ দিতে রাজ্য প্রশাসন যেন বাধা দিলে অশান্তি হবে৷ এমনই হুমকি সিপিএমের। এ সপ্তাহের শেষে কলকাতা বন্দরের অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বামেরা মোদি-বিরোধী বিক্ষোভ দেখাবে, আগেই ঘোষণা করেছিলেন দলের নেতা মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী কলকাতায় এলে গো-ব্যাক স্লোগান দেওয়া হবে। সে দিনও যদি মুখ্যমন্ত্রী ধর্মঘটের দিনের মতো অবস্থান নেন তা হলে মোদি গো-ব্যাক স্লোগানের সঙ্গে মমতা গো-ব্যাক স্লোগানও উঠবে।’ বামেরা ছাড়াও কয়েকটি নকশালপন্থী সংগঠন, NRC-বিরোধী কিছু সংগঠন বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে। রাস্তাতেও বিক্ষোভ দেখানোর কথা৷ সেলিমের অভিযোগ,
সোশ্যাল মিডিয়ায় যারা মোদি গো-ব্যাক স্লোগান তুলেছেন, তাঁদের পুলিশ ফোন করছে৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.