যাত্রা উৎসব উদ্বোধনে আজ বারাসতে মমতা

0
3

24তম যাত্রা উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে৷ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে আজ বারাসতের কাছারি ময়দান যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 24তম যাত্রা উৎসবের সূচনার পাশাপাশি আজ CAA এবং NRC-বিরোধী পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। পুলিশ এবং প্রশাসন মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটির চুড়ান্ত রূপরেখা তৈরি করেছে৷