ভিন রাজ্য ও বিদেশি পর্যটকদের জন্য নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে হোটেল, গাড়ি এবং ঘুরতে যাওয়ার জায়গাগুলির জন্য টিকিট ইত্যাদি কাটা যাবে। এর বাইরে বিমান থেকে বাসের টিকিটও মিলবে। সাধারণভাবে নতুন কোনও জায়গায় গিয়ে পর্যটকরা যাতে হয়রানির মধ্যে না পড়েন, তার জন্যই এই উদ্যোগ। অর্থাৎ একটি অ্যাপেই সমস্যার সমাধান।
রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, উল্লেখযোগ্যভাবে রাজ্যে এখন বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। ফলে তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১২জানুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবে ‘ডেস্টিনেশন ইস্ট’ সম্মেলন। দেশ-বিদেশের নানা পর্যটন সংস্থার কর্তারা থাকবেন। এই অ্যাপটিকে তখনই সর্বসমক্ষে নিয়ে আসা হবে। অ্যাপ থেকে বাংলার পর্যটনের নাড়ি-নক্ষত্র জানা যাবে বলে নন্দিনী জানিয়েছেন।





























































































































