বুধবার সারা দেশে সাধারণ ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলি ডাক দিয়েছিল ছাত্র ধর্মঘটের। এবার সেই ধর্মঘটে সামিল কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
যাদবপুরের ৩নং ও ৪নং গেটের সামনে গেট বন্ধ করে সকাল থেকেই পিকেটিং চালাচ্ছেন পড়ুয়ারা। মাঝেমধ্যে ৪ নম্বর গেটের রাস্তায়ও অবরোধ করছে তারা। উঠছে NO NRC-NO CAA স্লোগান। পাশাপাশি জামিয়া মিলিয়া, আলীগড়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছে তারা। অন্যদিকে, প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়েও পিকেটিং করছেন পড়ুয়ারা।
ধর্মঘটে শান্তিনিকেতনে বিশ্বভারতীর সামনে পিকেটিং করছেন পড়ুয়ারা। সেখানে রাস্তায় বসে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ যানাচ্ছেন তাঁরা।
এছাড়াও শহর ও রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়েই যে সমস্ত অধ্যাপক-আধিকারিকরা আসছেন, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাঁদের অনুরোধ করা হচ্ছে আজ কাজে যোগ না দিয়ে ধর্মঘটে সামিল হওয়ার।






























































































































