শিরোনাম ইকো পার্কে গিয়ে ঢুকলেন দিলীপ ঘোষ By EBBS Desk - January 8, 2020 0 2 FacebookTwitterPinterestWhatsApp বনধের সকালে দিলীপ ঘোষ বলেন,” কীসের বনধ? এই তো ইকো পার্কের গেট খুলে ঢুকে পড়েছি। মর্নিং ওয়াক চলছে। সব কাজ হবে। সিপিএম, কংগ্রেসের বনধ কেউ সমর্থন করে না। কেউ দেখতেও পায় না। জোর করে কোথাও কোথাও রেল, রাস্তা আটকায়। ওদের কোনো গুরুত্ব নেই।”