মহারাষ্ট্র মন্ত্রিসভার দফতর বণ্টনের তালিকায় সই করলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। তিন দলের জোট সরকারে সবচেয়ে লাভ হয়েছে শারদ পাওয়ারের দল এনসিপির। গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র ও অর্থ দফতর পেয়েছে তারা। সেইসঙ্গে আরও কয়েকটি বড় দফতর। বিজেপির সঙ্গে হাত মেলানো বিদ্রোহী বিধায়ক তথা শারদের ভাইপো অজিত পাওয়ার ব্যক্তিগতভাবে সবচেয়ে লাভবান হয়েছেন। উপমুখ্যমন্ত্রিত্বের সঙ্গে অজিত পেয়েছেন গুরুত্বপূর্ণ অর্থ দফতর। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধিত্বই সর্বোচ্চ অর্থাৎ 16। এরপর শিবসেনার 15 জন ও কংগ্রেসের 10 জন মন্ত্রী হয়েছেন। একাধিক প্রবীণ কংগ্রেস বিধায়ক মন্ত্রী হতে না পেরে প্রকাশ্যেই ক্ষোভ দেখাচ্ছেন।































































































































