মহারাষ্ট্রের রাজনীতিতেও পরিবারতন্ত্রের স্পষ্ট ছায়া! তিন দলের মিলিজুলি সরকারে একাধিকবার জেতা বিধায়ক পেয়েছেন রাষ্ট্রমন্ত্রীর পদ, বহু প্রবীণ বিধায়কেরই মন্ত্রিত্বে শিঁকে ছেড়েনি, অথচ খোদ মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে রাজনীতিতে নবাগত। এবারই প্রথম বিধায়ক হয়েছেন। মাত্র 29 বছরের সেই আদিত্যকে পূর্ণমন্ত্রী করে পরিবেশ ও পর্যটন দফতরের দায়িত্ব দিয়েছেন উদ্ধব। এদিকে শিবসেনা ও কংগ্রেসের একাধিক বিধায়ক মন্ত্রিসভা গঠন নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানাচ্ছেন। আর পরিবারতন্ত্রের খোঁচা দিয়ে বিজেপি বলছে, এ হল শেষের শুরু। কংগ্রেস, এনসিপির কালচারের ছোঁয়া এবার শিবসেনাতেও।





























































































































