বাজেট অধিবেশন শুরু কবে?

0
3

এবারে সংসদের বাজেট অধিবেশন বিরোধী দলগুলির বিরোধিতা যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না। মূল ইস্যু অবশ্যই এনআরসি, সিএএ ও এনপিআর। ইতিমধ্যে বিরোধী দলগুলি একজোট হতে শুরু করেছে। সংসদে সে নিয়ে শুধু ঝড় তোলার অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত অগ্রণী ভূমিকায়। ১৩ জানুয়ারি সংসদের অ্যানেক্স ভবনে বিরোধী দলনেতাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রশ্ন হচ্ছে, বাজেট অধিবেশন কবে শুরু হবে? সংসদ বিষয়ক মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বাজেট অধিবেশন শুরু হবে সম্ভবত ৩১জানুয়ারি। ওই দিনই সংসদের যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ১ফেব্রুয়ারি থেকে মূল বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে খবর।