কর্নাটকের বিজেপি বিধায়কের খুল্লাম-খুল্লা হুমকি

0
5

বিজেপি নেতারা যে কথা প্রকাশ্যে বলছিলেন না, সে কথা সরাসরি বললেন কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। কর্নাটকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথে নামলে সংখ্যালঘুদের কী অবস্থা করা হবে তা কার্যত ঠারেঠোরে বুঝিয়ে দিলেন বিজেপি বিধায়ক। হুমকির সুরে তিনি বললেন, মাথায় রাখবেন আমরা ৮০% আপনারা মাত্র ১৫%। একবারও ভেবেছন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যদি আপনাদের বিরুদ্ধে পথে নামে, তাহলে পরিণামটা কি হতে পারে! ভেবে দেখুন। কর্নাটকের বল্লারিতে একটি সমাবেশে বিজেপি বিধায়ক এই কথা বলেন। দলের এক সাংসদ তেজস্বী সূর্য বিরোধিতাকারীদের পাংচারওয়ালা বলে অভিহিত করেন। সে প্রসঙ্গ তুলে রেড্ডি বলেন, সূর্য যথার্থই বলেছেন, প্রতিবাদকারীরা পাংচারওয়ালা এবং নিরক্ষর। ওদের যা বলা হয় তাই বিশ্বাস করে নিচ্ছে। উত্তরপ্রদেশের যেমন শিক্ষা দেওয়া হয়েছে, এবার কর্নাটকেও তাই করা হবে।

আরও পড়ুন-ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের