ইরানের আকাশসীমা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হল ভারতীয় বিমানমন্ত্রককে। মূলত এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর একইরকম নির্দেশ দিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। সেবার একটি আমেরিকান ড্রোনকে গুলি করে নামিয়েছিলে ইরান। তারপরই সেই এলাকার সীমানা ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল বিমানমন্ত্রক।
ড্রোন হামলায় ইরানের কম্যান্ডার সোলেমানি মৃত্যুর পর মার্কিন-ইরান সম্পর্কের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ঘটনার জেরে তেলের দাম যেমন বেড়েছে, সেরকম ডলারের দামও বাড়ছে। ভারতবর্ষ সংযত হওয়ার আবেদন জানিয়েছে দুই পক্ষকেই। ইরানের সেনাপ্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি অবশ্য আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত রক্তাক্ত করল, তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানের দেখানো পথে ইরান হাঁটবে, এগিয়ে যাব। ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ বলেন, আমেরিকা মিথ্যা প্রচার করছে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি খারাপ বলে। আর এই মিথ্যাচারের আশ্রয় নিয়েই কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যা করা হয়েছে। কিন্তু শহিদের মৃত্যুবরণ বৃথা যাবে না। এবার আমেরিকা বুঝতে পারবে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কী হতে পারে! আমেরিকাকে হামলার মূল্য চোকাতে হবে।