মোদি বাংলায় এলেই দেখানো হবে কালো পতাকা, এটাই এখন দেশের ট্রেন্ড: সেলিম

0
9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এলে তাঁকে দেখানো হবে কালো পতাকা, দেওয়া হবে মোদি গো ব্যাক স্লোগান। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১০ জানুয়ারি কিংবা ১১ জানুয়ারি আসবেন। আর তখনই তাঁকে দেখানো হবে কালো পতাকা। এই প্রসঙ্গে সেলিম বলেন, “যেভাবে চেন্নাইতে দেখানো হয়েছে। যেভাবে কর্ণাটকে দেখানো হয়েছে। যেভাবে মোদি গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এটাই এখন ট্রেন্ড। এখানে প্রধানমন্ত্রী এলে বাংলা বলবে, মোদি গো ব্যাক। মানুষের কাছে এটাই আমাদের আবেদন।”

আরও পড়ুন-বিজয়ন প্রেমপত্র নয়, CAA বিরোধী প্রস্তাব পাশের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন: সেলিম